ছবিতে প্যারিসের বন্যা
ফ্রান্সের রাজধানী প্যারিসের সৌন্দর্য বন্যার কারণে অনেকটাই ম্লান হয়ে গেছে। টানা বৃষ্টিতে সোলেন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে চলায় এখন বিপর্যস্ত প্যারিসের জনজীবন। রাস্তাগুলো এখন পানিতে ডুবে আছে। শহরের অনেক বাড়ির ভূগর্ভস্থ ঘরগুলোতেও এখন শুধুই পানি আর পানি।
বন্যা পরিস্থিতির কারণে শহরের পর্যটন ব্যবস্থাও থমকে গেছে। বাতিল করা হয়েছে টুরিস্টদের একাধিক ট্যুর।
এরই মধ্যে প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
জাদুঘরটি এখন পুরোপুরি পানিবন্দী।
প্যারিসের মেয়র অ্যান হিডালগো জানিয়েছেন, এখনও প্যারিসের বাসিন্দারা নিরাপদে থাকলেও পরিস্থিতি খারাপ হলে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সব ব্যবস্থা রয়েছে।
প্রস্তুত আছে পুলিশ এবং দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত কর্মীরাও।
এদিকে, আবহাওয়া বিভাগও খুশির কোনো বার্তা দিতে পারেনি। তাদের মতে, আগামী দু’একদিনের আগে পরিস্থিতির তেমন একটা উন্নতি হবে না।
Related Posts
« ১২ ধরনের কাজে বিদেশি নিষিদ্ধ করল সৌদি অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরিয়ে দিল অ্যাপল »